জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মহান বিজয় দিবস উপলক্ষে কুলাউড়ায় ৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যান (ডাকবাংলো মাঠে) ১২ ডিসেম্বর সোমবার বিকেলে পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহকারি কমিশনার(ভূমি) মেহেদী হাসান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মবশ্বির আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই। স্বাগত বক্তব্য দেন পৌরসভার সচিব শরদিন্দু চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, ক্রীড়া সংগঠক কাবুল পালসহ পৌর কাউন্সিলরবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক ও মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, পাঁচ দিনব্যাপী মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক, বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃ-তাত্বিক গোষ্ঠির পরিবেশনায় গারো নৃত্য, বাউল সংগীত পরিবেশন করা হবে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা হবে। মেলায় ৩৫টি স্টল বরাদ্দ করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত