কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি শেয়ার করার অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফরহাদ আসিফ টিপু (৫০) উপজেলার বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ও জাতীয় দৈনিক যায় যায় দিনের কুমারখালী প্রতিনিধি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সংবাদিক ফরহাদ আসিফ টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যের ফেসবুক আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তার নিজ আইডি থেকে শেয়ার করেন। এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেপ্তার করে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২