January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 18th, 2021, 7:50 pm

কুয়েতে তেল শোধনাগারে অগ্নিকান্ড

অনলাইন ডেস্ক :

কুয়েতের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানিয়েছে, সোমবারের এ ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, দেশটির আরব উপসাগরীয় উপকূলবর্তী সৌদি আরবের সীমান্তের উত্তরে গুরুত্বপূর্ণ মিনা আল আহমাদি তেল শোধনাগারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বিদ্যুৎ সরবরাহ বা তেল রফতানিতে এর কোনও প্রভাব পড়েনি। মিনা আল আহমাদি তেল শোধনাগারে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অগ্নিনির্বাপক কর্মীরা। কুয়েতের উপকূলীয় ফাহাহিল জেলার বাসিন্দারা জানান, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। অনেকে মহাসড়কে ঘন কালো কালো ধোঁয়ার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ফুটেজ শেয়ার করেছেন।