অনলাইন ডেস্ক :
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে সেতু পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ছিটকে নদী উপত্যকায় পড়ে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে। কেনিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কেনিয়ার ডেইলি নেশন এবং স্ট্যান্ডার্ড সংবাদপত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় দেশটির থারাকা নিথি কাউন্টিতে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় মডার্ন কোস্ট কোম্পানির ওই বাসটি মেরু শহর থেকে বন্দর শহর মোম্বাসার দিকে যাওয়ার পথে নিথি ব্রিজ থেকে ৪০ মিটার নিচে নদী উপত্যকায় পড়ে যায়। রাষ্ট্রীয় মালিকানাধীন কেবিসি টেলিভিশনের খবর অনুযায়ী, বাসটি মেরু শহর থেকে উপকূলীয় শহর মোম্বাসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনাটি ঘটে। জীবিতদের সন্ধান এবং মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। কাউন্টি কমিশনার নোবার্ট কোমোরাকে উদ্ধৃত করে ডেইলি নেশন জানিয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি… মেরু – নাইরোবি হাইওয়ের পাশে নিথি নদীর সেতুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় আমরা ২৪ জনকে হারিয়েছি।’ কোমোরা আরও বলেছেন, প্রাথমিক তদন্তে বাসের ব্রেক সংক্রান্ত ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম