অনলাইন ডেস্ক :
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তেলেগু সিনেমার অভিনেতা সাই ধরম তেজ। এখন তার অস্ত্রোপচার করাতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এই অভিনেতার কলার বোনে ফ্র্যাকচার হয়েছে। তার বর্তমান অবস্থা স্থিতিশীল হলেও ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার হায়দরাবাদের ক্যাবল ব্রিজ একালায় মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা। নিজের স্পোর্টস বাইক চালাচ্ছিলেন তিনি। গতি বেশি থাকায় তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে মাথা ও বুকে আঘাত পান। পরবর্তী সময়ে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রাস্তায় কাদা থাকায় এই অভিনেতার বাইকের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এদিকে মেগাস্টার চিরঞ্জীবীর বোনের ছেলে সাই ধরম। তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এই অভিনেতা। এ ছাড়া রাম চরণ, পাওয়ার স্টার পবন কল্যাণ, প্রকাশ রাজসহ আরো অনেকে হাসপাতালে গিয়েছিলেন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত