কোটা সংস্কারের দাবিতে চলমান ‘অবরোধ’ চলাকালে রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া ৬০ পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভবন থেকে হেলিকপ্টারে করে প্রায় ৬০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হেলিকপ্টারে করে আনা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ওই এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এক পর্যায়ে কোটা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে কিছুক্ষণ অবস্থান করেন।
—–ইউএনবি

আরও পড়ুন
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা
পাবনার দুটি আসনের ভোট স্থগিত হয়নি: নির্বাচন কমিশন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের