এস এ শফি, সিলেট:
সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। সভায় আরো বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান আহমদ ও উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ছাইদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা বলেন, বন্যাপ্রবণ এলাকাখ্যাত কোম্পানীগঞ্জ উপজেলার জনসাধারণ প্রতিনিয়তই বন্যার সাথে যুদ্ধ করে যাচ্ছেন। বছরে এক বা একাধিক বার বন্যায় এ এলাকার ঘর-বাড়িসহ ক্ষতি হয়ে থাকে। তবে এ সকল ক্ষতি কমিয়ে আনা সম্ভব যদি বন্যার পূর্ব প্রস্তুতি থাকে। আর সে লক্ষ্যেই জেলা তথ্য অফিসের এ আয়োজন। প্রধান অতিথি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বন্যার আগাম প্রস্তুতিসহ দুর্যোগে প্রয়োজনীয় তথ্যসমূহ সকলের নিকট পৌঁছানোরও আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, বন্যার তিনটি পর্যায় থাকে, বন্যার পূর্বে, বন্যাকালীন এবং তৃতীয়টি হচ্ছে বন্যাপরবর্তী করণীয়- এ বিষয়গুলো সকলকে অবহিত করতেই এ আয়োজন। বন্যায় যাতে প্রাণহানি না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। দুর্যোগকালে সচেতনতামূলক এ বার্তাসমূহ যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই এ আয়োজন স্বার্থক হবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
২৬৮ আসনে এককভাবে লড়বে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন উপদেষ্টা পরিষদে