অনলাইন ডেস্ক :
চীনে চলমান ১৯তম এশিয়ান গেমস ছেলেদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনাল পর্বে প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছে বাংলাদেশ। ৪ অক্টোবর হবে ম্যাচটি। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে একটি পদক জিতেছে বাংলাদেশ। একমাত্র ব্রোঞ্জ পদকটি এসেছে নারী ক্রিকেট ইভেন্টে। ছেলেদের ক্রিকেটে স্বর্ণ জয়ের প্রত্যাশা বাংলাদেশের। এবারের গেমসে অবশ্য এখনও মাঠে নামেনি বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল।
কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু সাইফ হাসান, আফিফ হোসনদের পদকের মিশন। মূলত আইসিসির র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলগুলো সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। আর বাকি দলগুলোকে লড়াই করে জায়গা করতে হয়েছে।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে