January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 19th, 2022, 7:43 pm

কোরিয়ার সঙ্গে পারলো না বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আর্চারি ওয়ার্ল্ড কাপে (স্টেজ-২) রিকার্ভ পুরুষ দলগত বিভাগের এলিমিনেশন রাউন্ডে আলো ছড়ানো বাংলাদেশ ছন্দ ধরে রাখতে পারেনি। প্রি-কোয়ার্টার ফাইনালে বিবর্ণ পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ছিটকে গেছে তারা। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। প্রথম সেটে ৫৬-৫৫ ব্যবধানে এগিয়ে যাওয়া দল দ্বিতীয় সেট জিতে নেয় ৫৪-৫২ পয়েন্টে। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও আবদুর রহমান আলিফে গড়া দল তৃতীয় সেটটি জেতে ৫৭-৫৪ ব্যবধানে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ সেটে হেরে যায় বাংলাদেশ। শুরুর দুই সেট ৫৮-৫৬ ও ৫৬-৫৩ পয়েন্টে হেরে যাওয়ার পর রোমান-আলিফরা যা একটু লড়াই করে তৃতীয় সেটে; ড্র করে ৫৮-৫৮ পয়েন্টে। তবে শুরুর দুই সেট হারের মাশুল দিয়ে ছিটকে যায় তারা।