অনলাইন ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বুধবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ম্যাচটিতে ৭ উইকেটে জয় পায় বাবর আজমের দল। ব্যাট হাতে বাবর ২২ বলে ১৭ রান করলেও এর মাঝেই একটা বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। ভেঙে দিয়েছেন ভারতের মহাতারকা বিরাট কোহলির একটি রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ২০০০ রানের মালিক এখন বাবর আজম। যাতে তার সময় লেগেছে ৩১ ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল কোহলির দখলে। তিনি অধিনায়ক হিসেবে ৩৬ ইনিংস সময় নিয়েছিলেন ২০০০ রান করতে।
তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। তার লেগেছিল ৪১ ইনিংস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ২০০০ রান করতে নিয়েছিলেন ৪৭টি ইনিংস। এশিয়া কাপের প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন বাবর। ভারতের বিপক্ষে পরের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান ব্যাটিংয়েই নামতে পারেনি। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে তারা সহজেই হারিয়েছে। তাই বাবরের ১৭ রান কোনো প্রভাব ফেলেনি। আগামী রোববার সুপার ফোরের ম্যাচে ফের ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান।

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল