অনলাইন ডেস্ক :
ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনি সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা কাভারিলকে নির্যাতনের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়েন। জাতীয় দলের পর এবার তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও বাদ পড়েছেন। ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন কাভারিল। এই ঘটনায় সাও পাওলো এবং ম্যানচেস্টারের পুলিশ তদন্ত শুরু করেছে। যার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। ম্যানইউ এক বিবৃতিতে বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দলের অনুশীলন করতে পারবে না অ্যান্তোনি, ‘যারা জাতীয় দলের সঙ্গে নেই তারা সোমবার অনুশীলনে ফিরবেন।
তবে অ্যান্তোনির দেরি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলে যোগ দেবেন না তিনি।’ সাবেক প্রেমিকাকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করছেন অ্যান্তোনি। তবে ম্যানইউ-এর সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। বিবৃতিতে অ্যান্তোনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আমি ম্যানইউ-এর ট্রেনিংয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সম্মত হয়েছি।’ অ্যান্তোনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার সতীর্থদের সঙ্গে যেন ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি না হয় সেজন্য দলীয় অনুশীলন থেকে দূরে থাকা বিষয়ে এই সমঝোতা হয়েছে। এ ছাড়া তিনি তদন্তের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেছেন।
আরও পড়ুন
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৭ সালের নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে নারী বিশ্বকাপের ১০ম এ আসরে ৩২টি দল অংশগ্রহণ করবে
যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করলো আইসিসি