অনলাইন ডেস্ক :
চলতি সময়ের আলোচিত অভিনেত্রী পারসা ইভানা। নিয়মিত শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বুধবার তিনি নির্মাতা মাহমুদ মাহিনের ‘সেপারেশন’ শিরোনামের একটি নাটকের শুটিং করেন। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা ফারহানের সঙ্গে। এ ছাড়া এরইমধ্যে আরও তিনটি একক নাটকের কাজ শেষ করেছেন বলে জানান তিনি। আপাতত এই অভিনেত্রী খ- নাটকেই মনোযোগী। কোনো ধারাবাহিকে কাজ করছেন না। তার ভাষ্য, সিঙ্গেল নাটকেই এখন বেশি ফোকাস করছি। ধারাবাহিকে কাজ করতে হলে লম্বা সময় নিয়ে করতে হয়। সেটি আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি টানা শুটিং করতে পারি না। তবে ধারাবাহিকে একদমই কাজ করবো না সেটাও না। যদি ধারাবাহিকে স্পেশাল কোনো চরিত্র পাই তাহলে ভেবে দেখবো। এদিকে ওটিটিতেও কাজ করার কথা জানান এই গ্ল্যামারকন্যা। সম্প্রতি ওটিটির কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে সেগুলো ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন? পারসা বলেন, ওটিটিতে এখন বড় বাজেটের কাজ হচ্ছে। এখানে কাজের ধরনটাও একটু অন্যরকম। আমিও কাজ করতে চাই। তবে ভালো কিছু দিয়ে ওটিটির যাত্রা শুরু হোক এটা প্রত্যাশা করছি। সত্যি বলতে, নাটকের গল্পে ওটিটিতে কাজ করার ইচ্ছে নেই।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত