খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মহালছড়ি ও জালিয়াপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার গচ্ছাবিল গ্রামের মো. রাজু (৩৫) ও মো. ইলিয়াছ (৩৬)। তারা পেশায় শ্রমিক।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমদ জানান, মহালছড়ি থেকে ছেড়ে আসা জালিয়াপাড়াগামী কাঠবোঝাই একটি ট্রাক যাচ্ছিল।
পথে তৈকর্মা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই সময় আরও তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও