January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 23rd, 2024, 8:42 pm

খারকিভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের দ্বিতীয় সর্ববৃহৎ শহর খারকিভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে। খারকিভের আঞ্চলিক প্রসিকিউটর অফিসের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। হামলায় আহত হয়েছে অন্তত ৪০ জন। এদের মধ্যে তিনজন শিশু ও একজন পুলিশ কর্মকর্তা আছেন।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলছে, রাশিয়ার এ হামলায় খারকিভের কিভস্কি ও সালতিভস্কি জেলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী কেএইচ-৩২ এবং এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর মঙ্গলবার পর্যন্ত টানা ৬৯৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বাড়ছে।