নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দাহিয়ান।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন
শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে প্রেস সচিব ‘পাগলের সুখ মনে মনে’
জামায়াতের আমির ও নাহিদ ইসলামের চুম্বনের দৃশ্যটি এআই দিয়ে তৈরি
আসুন সবাই মিলে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণ করি: সালাহউদ্দিন