February 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 26th, 2025, 5:44 pm

খুলনার ডুমুরিয়ায় আঠারো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
 ডুমুরিয়ায় আঠাঁরো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় আঠাঁরো মাইল কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আঠারো মাইল বাজারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , ডুমুরিয়ার মাগুরা গুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরশাফুল ইসলাম, ব্যবসায়ী হাজী রবিউল ইসলামসহ আরো অনেকে। মানববন্ধনে সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ বলেন, কোনক্রমেই বাজার স্থানান্তর করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।