January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 9th, 2024, 7:30 pm

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোকছেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস উর্মি। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক এনামুল হক, সদস্য প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক আলমগীর জামান, সদস্য সাংবাদিক আব্দুল আলীম প্রামানিক, সদস্য শিক্ষক আয়শা সিদ্দিকা, সদস্য ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।