January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 27th, 2023, 3:07 pm

গঙ্গাচড়ায় ইউপি সচিবের বিদায় ও বরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ এরশাদ আলমের বদলি জনিত বিদায় ও যোগদানকারী ইউপি সচিব মোঃ আব্দুর রাজ্জাক এর বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি হলরুমে বৃহস্পতিবার (২৭ জুলাই) ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বাপসার সভাপতি আশরাফ উদ্দিন বাবু, সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আলী, সাংবাদিক আব্দুল বারী স্বপন, নির্মল রায়, সমাজ সেবক জালাল মিয়া, সাবেক ইউপি সদস্য ও ইএসডিও জানো প্রকল্পের আনজুমানারা বেগম মিনি, ইউপি শরিফুল ইসলাম, সদস্য রাধাকান্ত, উদ্যোক্তা মাহফুজার রহমান মিলন, গ্রাম পুলিশ মনসুর আলী প্রমুখ।

হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী নুর আমিনে উপস্থাপনায় বিদায়ী ও যোগদানকারী নবাগত ইউপি সচিবকে ক্রেস্ট, উপহার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান হয়। এ সসয় সকল ইউপি সচিব, কোলকোন্দ ইউপি সদস্য, গ্রাম পুলিশ, এনজিও প্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন।