January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 6th, 2023, 3:28 pm

গঙ্গাচড়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিনসহ শিক্ষা সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

“উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। মহিপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মান্নান। ইরেসপো, বিআরডিবি, গঙ্গাচড়ার আয়োজনে ইরেসপো প্রকল্পের এআরডিও, হিসাব সহকারী, মাঠ সংগঠক ও বিদ্যালয়ের সুবিধাভোগী ১’শত জন ছাত্রী উপস্থিত ছিলেন। অপরদিকে রবিবার (৫ নভেম্বর) একই অনুষ্ঠান বড়বিল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য যে, কিশোরীরা প্রতিমাসে ২’শ টাকা সঞ্চয় জমা করলে ইরেসপো, বিআরডিবি হতে ৪’শ টাকা প্রণোদনা প্রদান করে। এছাড়া বিআরডিপি গঙ্গাচড়া ঋণ প্রদানের সাথে পুঁজিগঠন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামো উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও আইজিএ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে আসছে।