January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 22nd, 2023, 1:00 pm

গঙ্গাচড়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় সোমবার ভূমি সেবা সপ্তাহ (২২-২৮ মে) উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী নাহিদ তামান্না। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার সভাপতিত্বে ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার আনিচুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল জলিল, যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী।

আলোচনা শেষে নামজারীর জন্য আবেদনকারীদের কয়েকজনকে নামজারী সম্পন্ন হওয়া কাগজ প্রদান করা হয় এবং ভূমি অফিস চত্তরে ফলজ গাছের চারা রোপন করা হয়। এছাড়া এ স্মার্ট সেবায় ভূমি মন্ত্রণালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে সেবাসমূহ জনসাধারণকে দেখানো হচ্ছে। তাছাড়া ব্যাপকভাবে প্রচারনার জন্য সেবা সংক্রান্ত ফেস্টুন ও ব্যানার জনগুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে।