January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 18th, 2023, 5:02 pm

গঙ্গাচড়ায় শেখ রাসেল দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস বুধবার (১৮ অক্টোবর) গঙ্গাচড়া উপজেলা প্রশাসের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র‌্যালি, নিরবতা পালন ও দিবসের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখানো। উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ওসি দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ। সকল কর্মসূচিতে উপজেলা সকল দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করে। অপরদিকে গঙ্গাচড়া বিএম কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে পালন করে।