জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ, ইএসডিও) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি নাহিদ তামান্না।
বিগত দিনের পুষ্টি কার্যক্রমের অগ্রগতির সফলা উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ আসিফ ফেরদৌস। সভায় নিজ দপ্তরের পুষ্টি কার্যক্রমের উপর বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপা রানী বিশ্বাস, অতিরিক্ত কৃষি অফিসার মারুফা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রেজানুল হাসান।
এছাড়া বক্তব্য রাখেন সিএনএইচএ’র জেলা ম্যানেজার আতিকুজ্জামান রাজিব, প্রজেক্ট অফিসার তুলশি রানী। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসহ সিএনএইচএ’র ইউনিয়ন ফ্যাসিলিটের জেসমিন আরা বেগম সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান ও সীলগালা, অনুমতি ছাড়াই আবার চালুর অভিযোগ!
সাভারে বনগাঁও ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত