জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কন্ফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পরিসংখ্যান অফিসার মহসিন আলী প্রমুখ।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত