জেলা প্রতিনিধি রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভিক্ষুক পূর্ণবাসন তহবিলের ২য় পর্যায়ে ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষে নির্বাচিত ভিক্ষুকদের মধ্যে সহায়তা প্রদানে গাভী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ৫ জন ভিক্ষুকের হাতে গাভী তুলেন দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া ইউপি সদস্য মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এদিকে গাভী পেয়ে মর্নেয়া ইউনিয়নের মৌভাষার অন্ধ ভিক্ষুক খোতেজা বেগম (৭০) খুশি হয়ে বলেন, আমার শেষ বয়সে সম্বল হিসেবে গাভী পেয়ে খুব উপকার হলো। এই গাভী পালনের মাধ্যমে শেষ বয়সে যেন ভিক্ষা করতে না হয় সে চেষ্টাই করবেন।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী