January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 4:03 pm

গঙ্গাচড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময়

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মঙ্গলবার (২৩ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এরশাদ উদ্দিন পিএএ। প্রধান অতিথি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতান সালা উদ্দিন, মিজানুর রহমান, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ পারভীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান শিক্ষকগণ উম্মুক্ত আলোচনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে অভিজ্ঞতা ও মতামত প্রদান করেন। মতবিনিময় সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজীদা হক, নাজমুল হুদা, আলী ইমরানসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।