January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 6:51 pm

গঙ্গাচড়ায় রাজনৈতিক দলে নারী কোটা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, রংপুর:
গঙ্গাচড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারী কোটা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনসহ নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি/ সম্পাদকের কাছে দাবিসহ স্বারকলিপি প্রদান করেছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও অপরাজিতার সহযোগিতায় সোমবার (১লা নভেম্বর) উপজেলা পরিষদ প্রবেশ পথে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাপা নেতা সাজু আহম্মেদ লাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, নারী ফোরামের সদস্য ক্ষ্যান্ত রানী রায়, আন্জুমানারা বেগম মিনি, পারভীন বেগম, রোকছানা বেগম প্রমুখ। অপরাজিতার মনিটরিং কো-অর্ডিনেটর ফয়সাল হাবীবসহ বিভিন্ন রাজনৈনিত দলের নেতৃবৃন্দ, নারী ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।