জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।
সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাজু আহমেদ লাল, অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। সভায় সফল জননী হিসেবে কল্পনা বেগম ও রাহিনা খাতুনকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগী ছিল আরডিআরএস বাংলাদেশ ও পল্লীশ্রী। এছাড়া ব্র্যাক নিজস্ব ব্যানারে কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত