January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 4:14 pm

গঙ্গাচড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ওসি (তদন্ত) মমতাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। সভা শেষে উপজেলায় ১০৬ টি পূজাম-পে সরকারিভাবে বরাদ্দকৃত অনুদানের ডিওলেটার পূজাম-প কমিটির সভাপতি-সম্পাদকের তুলে দেওয়া হয়। অপরদিকে উপজেলা চেয়ারম্যান নিজ তহবিল হতে পূজাম-পে সহায়তা প্রদান করেন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, পূজাম-প কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।