জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরে গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে। গঙ্গাচড়া প্রেসক্লাবে কার্যালয়ে অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান বাদশা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলিম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আশেকুজ্জামান লিটন, গঙ্গাচড়া প্রেসক্লাবের সহসভাপতি কমল কান্ত রায়, যুগ্নসম্পাদক আব্দুল বারী স্বপন, সাংস্কৃতিক সম্পাদক এস এম স্বপন, সদস্য শ্যামল রায়, প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক আব্দুল মতিন অভি, রিপোটার্স ইউনিটির যুগ্ন সম্পাদক নির্মল রায়, সাংবাদিক আব্দুল বারী বাবু, লেবু, মজমুল, রুহুল ইসলাম রয়েল, আব্দুর রহিম পায়েল, নারীনেত্রী আঞ্জুমানারা মিনি, বৃষ্টি, ব্যবসায়ী মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২