বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় লাশগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে নৌ পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের কারণে আট জন যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার হলেও শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দু জনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার