অনলাইন ডেস্ক :
বলিউডের ভাইজান খ্যাত জনপ্রিয় তারকা সালমান খান। বলিউড কাঁপিয়ে এই তারকা এবার অফিশিয়ালভাবে দক্ষিণী ফিল্ম ইন্ড্রাস্টিতে যাত্রা শুরু করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, বিনা পারিশ্রমিকে ‘গডফাদার’ সিনেমাটায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়, যদিও গডফাদারের নির্মাতারা সালমানকে মোটা অংকের অর্থ দিতে আগ্রহী ছিলেন। কারণ তারা তার উপস্থিতির কারণে হিন্দি বেল্টেও কিছু পদার্পণ আশা করেছিলেন। কিন্তু অভিনেতা প্রথম দিন থেকেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন। চিরঞ্জীবীর প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধার কারণে তিনি এই সিনেমাটি করবেন। তাই শর্তে বলেন, ‘আমি সিনেমাটি করবো, যদি আমাকে টাকা না দেন তাহলেই।’ সামনে মুক্তি পাবে তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘গডফাদার’। মোহনলাল অভিনীত মালালায়াম সিনেমা ‘লুসিফার’ এর রিমেক এটি। আসন্ন সিনেমাতেই দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী সালমান খানকে গডফাদারের দলে স্বাগত জানিয়েছেন। একটি বর্ধিত ক্যামিও চরিত্রে অভিনয় করবেন ভাইজান। গডফাদারে সালমানকে একক অ্যাকশন দৃশ্যে। চিরঞ্জীবীর সঙ্গে একটি সংমিশ্রণ অ্যাকশন দৃশ্যে এবং এই জুটির সমন্বিত একটি নৃত্য নম্বরে দেখা যাবে। যদিও একটি বর্ধিত ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান। কিন্তু সিনেমায় সালমানের ভূমিকাকে গডফাদারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বলা হয়েছে। শিগগিরই অভিনেতা এক সপ্তাহ ধরে কার্জাতের এনডি স্টুডিওতে শুটিং শুরু করবেন। ‘গডফাদার’ ছাড়াও সালমান খানকে ফরহাদ সামজির ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘টাইগার ৩’ সিনেমায় টাইগার অবিনাশ সিং রাঠোরের চরিত্রে এবং শাহরুখ খানের ‘পাঠান’এ একটি বর্ধিত ক্যামিও চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত