অনলাইন ডেস্ক :
গলায় ছুরি ধরে অভিনেত্রী অলঙ্কৃতা সাহাইয়ের বাড়িতে লুট করেছেন দুষ্কৃতিকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই অভিনেত্রীর চ-ীগড়ের বাড়িতে তিনজন মুখোশ পরা দুষ্কৃতিকারী প্রবেশ করেন। এরপর তার গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ৬ লাখ রুপি লুট করেন। থানায় লিখিত অভিযোগে এই অভিনেত্রী দাবি করেন, ডাকাতির সময় একজন তার কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয়। আর দু’ জন তার ওপর নজর রাখছিলেন। কিছুক্ষণ পর ৫০ হাজার রুপি ও এটিএম কার্ড তার হাতে ফিরিয়ে দিয়ে তারা চলে যায়। এরপর এই অভিনেত্রী সাহায্যের জন্য চিৎকার করলে, দুষ্কৃতিকারীরা বারান্দা দিয়ে লাফ দেয় এবং পালিয়ে যায়। পরবর্তী সময়ে এই অভিনেত্রী পুলিশের শরণাপন্ন হন। সূত্রের খবর, অলঙ্কৃতা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন। আর দিল্লিতে তাঁর পরিবার। মা-বাবার জন্যই এই ফ্ল্যাটটি নাকি ভাড়া করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, রোববার আসবাবপত্রের দোকানের কর্মচারীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অভিনেত্রী। তাই পুলিশের অনুমাণ, এই হামলা এই বচসার কারণেও হতে পারে। সম্প্রতি বাড়ির জন্য বেশ কিছু আসবাব কেনেন অলঙ্কৃতা। সেই নতুন আসবাব ডেলিভারি করার জন্য গত রোববার তার বাড়িতে কয়েকজন কর্মচারী আসেন। পুলিশের ধারণা, এই তিন দুষ্কৃতীর মধ্যে একজন ওই দোকানের কর্মচারী হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন অলঙ্কৃতা। ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে নজর কাড়েন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘লাভ পার স্কোয়ার ফিট’ সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে ছিলেন অভিনেতা ভিকি কৌশল। এ ছাড়া অলঙ্কৃতার ‘টিপসি’ সিরিজটি বেশ জনপ্রিয় হয়।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত