অনলাইন ডেস্ক :
শাকিব খান ও পূজা চেরিকে নিয়ে ‘গলুই’ নির্মাণ করেছেন এস এ হক অলিক। সরকারি অনুদান পাওয়া ছবিটির সহকারী প্রযোজক খোরশেদ আলম খসরু। এর মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। খসরু আগেই ঘোষণা দিয়েছেন এবারের রোজার ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেবেন। ঈদের এখনো প্রায় দুই মাস বাকি, অথচ এরইমধ্যে শুরু হয়েছে ‘গলুই’-এর বুকিং। ইতোমধ্যে ১০টি হল চূড়ান্ত হয়েছে। যোজক খসরু বলেন, ‘ঢাকার বড় বড় হল যেমন সনি, মধুমিতা, বলাকা, শ্যামলীসহ সারা দেশের আরো ছয়টি হল চূড়ান্ত হয়েছে। ঈদে হল অনেক বাড়ে, অনেক বন্ধ হলও তখন চালু হয়। তা ছাড়া দীর্ঘদিন পরে শাকিব খানের ছবি আসছে। প্রদর্শকদের আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির দুই মাস আগেই ছবিটি নিয়ে এমন সাড়া পেয়ে প্রযোজক হিসেবে আমি স্বস্তি পাচ্ছি। ভালো কিছু হবে মনে হচ্ছে। ’ছবির পরিচালক অলিক বলেন, ‘শাকিব দেশের সবচেয়ে বড় তারকা। তাঁর ছবি মুক্তি মানেই আলাদা উন্মাদনা। তার ওপর আবার ঈদে ছবিটি আসছে বলে হল মালিকরা আরো খুশি। আমরা শাকিব এবং পূজাকে চূড়ান্ত করার পর থেকেই দেখছি দর্শক মুখিয়ে আছেন ছবিটি দেখার জন্য। বড় আয়োজন ও বাজেটের ছবি এটি। শুরুতে একটু ভয়ে ভয়ে ছিলাম। একে তো করোনা তার ওপর আবার হল কমে গেছে। তবে খসরু ভাইয়ের কাছে খবরটা শুনে এখন ভালো লাগছে। হল মালিকরা ছবিটির ব্যাপারে খুবই আগ্রহ দেখাচ্ছেন। মনে হচ্ছে ঈদে সর্বাধিক হলে আমাদের ছবিটি মুক্তি পাবে। ’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব