জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় খোলাহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব রোহন আজাদ মন্ডল, ইউপি সদস্য জাহেদুল ইসলাম, মোস্তাক আলী, আব্দুল হাই মিয়া, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, রুহুল আমিন, আহসান হাবিব, মোস্তাক আহমেদ, সৈয়দ মোস্তফা জামান মিন্টু, সামিউল ইসলাম, মুন্নি বেগম, ইউডিসি উদ্যোক্তা আল আমিন প্রমুখ। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে ১০টি স্টল পরিদর্শন করেন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
আরও পড়ুন
গোলাপগঞ্জ উপজেলায় ব্র্যাকের অবহিতকরণ সভা
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময়ে ডাঃ শফিক
রংপুরে সাংবাদিদের সাথে মতবিনিময়