January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 10th, 2022, 8:13 pm

গাইবান্ধায়ে ভাবির সঙ্গে পরকীয়ায় ভাইকে খুন, যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
ভাবির সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায় গাইবান্ধায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জ্যৈষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তানজির আহমেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, তানজিরের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই সাগর সরকার শাওনের অবৈধ সম্পর্ক ছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি সাগরকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুঁতে রাখে। এ ঘটনায় পরদিন ৭ জানুয়ারি সাগরের বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে ওই দিনই পুলিশ মরদেহ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহমেদকে গ্রেপ্তার করে।পরবর্তী সময়ে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির। পরে আজ বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।