January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 6th, 2022, 3:01 pm

গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

মাদক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার রুজবুক বোয়ালিয়ার বাসিন্দা জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন।

২০১৯ সালের ২ জুন মাদক বিক্রি করতে গিয়ে পৌর বাজার এলাকায় পুলিশের হাতে ২৫০ গ্রাম হেরোইন সহ পুলিশের হাতে ধরা পড়ে জহুরুল। ঘটনার গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা করেন। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানির পর আজ দুপুরে জেলা ও দায়রা জজ এই রায় দেন।

–ইউএনবি