January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 2nd, 2023, 7:52 pm

গাজায় মানবিক বিরতি চান বাইডেন

অনলাইন ডেস্ক :

হামাসের হাতে জিম্মিদের মুক্তির শর্তে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এ পর্যায়ে বিরতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে সমর্থকদের সামনে ইসরায়েল-ফিলিস্তিন আগ্রাসন বন্ধের বিষয়ে একজন সমর্থকের প্রতিবাদের উত্তরে এ কথা জানান বাইডেন। গণমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে। যুদ্ধ বিরতির কথা বলতে গিয়ে ওই দর্শকের উত্তরে বাইডেন বলেন, ‘আমি মনে করে একটা বিরতি দরকার। বিরতি মানে হলো হামাসের হাতে যারা আটক রয়েছে তাদের মুক্তি দেওয়া।’ তিনি আরো বলেন, ‘আমি সেই মানুষ যে বন্দীদের মুক্তির জন্য এরইমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি।

গুরুতর আহত ও বিদেশিরা যেনো রাফাহ সীমান্ত পার হয়ে গাজা প্রবেশ করতে পারে সে বিষয়ে আমি মিসরের প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি।’ গাজায় যাতে সাহায্য- সহযোগিতা ঠিকমতো পৌঁছাতে পারে সেজন্য এর আগে যুদ্ধ বিরতির কথা বলেছিল হোয়াইট হাউজ। ইসরায়েল-হামাস যুদ্ধের আজ ২৭তম দিন। গত ৭ অক্টোবর থেকে চলছে সহিংসতা। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।