January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 19th, 2023, 8:47 pm

গাজায় হাসপাতাল ধ্বংসের নিন্দা ডব্লিওএইচওর

অনলাইন ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল ‘বাস্তবিক ধ্বংসের’ নিন্দা জানিয়েছেন। হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত আট রোগী নিহত হয়েছে। সংস্থা প্রধান তার এক্স একাউন্টে বলেছেন, নিহত এসব রোগীর মধ্যে নয় বছরের শিশুও রয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাস হাসপাতালটিকে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এ অভিযোগে ইসরায়েল গত কয়েকদিন এখানে অভিযান চালিয়ে আসার প্রেক্ষাপটে রোববার আধানম এ মন্তব্য করেন। যদিও ইসরায়েলের এ অভিযোগ হামাস অস্বীকার করে আসছে।

আধানোম বলেন, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েল বাস্তবিক যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে ডব্লিওএইচও আতঙ্কিত। হাসপাতালটিকে অকার্যকর করা হয়েছে। এর ফলে মারা গেছে আটজন রোগী। এ ছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকেও ইসরায়েল আটক করেছে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার অংশীদাররা তাদের অবস্থা দ্রতই জানার চেষ্টা করছে বলেও তিনি জানান। এদিকে, জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি অভিযোগ করে বলেন, টেডরস হাসপাতালে হামাসের প্রবেশের কোনো উল্লেখ করেননি।