গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে অপর একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত দেড়টার দিকে কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে এক কৃষকের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করলে এলাকাবাসী জড়ো হন।
পরে এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যজনকে স্থানীয়রা ধাওয়া দিলে পার্শ্ববর্তী গ্রামে ধানখেতে লুকান তিনি। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে ধানখেতে থেকে খুঁজে বের করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনিও মারা যান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর মিয়া বলেন, গরু চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি
জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ঘর হারানোর শঙ্কায় প্রতিবন্ধী নজরুল