গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-বঙ্গবন্ধু রেললাইনে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর জংশন হয়ে কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের দুই দিকে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
বিকল ইঞ্জিন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন