January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 31st, 2023, 7:43 pm

গাজীপুরে দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় নির্মাণাধীন পাঁচ তলা ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত পৌনে একটায় বৃষ্টির সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় বাদল খানের বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

নিহত শিশুর নাম মুশফিক (৪)।

আহতরা হলেন-রুবেল (৩৫) মোছা. মুক্তা (১৫), মো. জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কোনাবাড়ী থানার জরুন এলাকায় রিপন গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদের নির্মাণাধীন ভবনের তিন তলার দেয়াল ধসে পাশের একটি বাড়ির ওপর পড়ে। এতে মুশফিক ও তার মা মোছা. মুক্তাসহ ওই বাসার পাঁচজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মুশফিক মারা যায়। এছাড়া দেয়াল ধসে পড়ে ওই বাসা বাড়ির ১৮টি কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি কক্ষ ছাড়া অন্য কক্ষগুলোতে লোকজন ছিল না।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। চারজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

—-ইউএনবি