গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একটি তৈরি পোশাক কারখানার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ সময় পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেনেএবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
রবিবার সকালে উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুল হক (৪০) গাইবান্ধার বাসিন্দা এবং চন্দ্রা এলাকার একটি ডেনিম কারখানায় নিরাপত্তারক্ষী।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আজ সকালে হরতকিতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
তারা মহাসড়কের দুই পাশের যানবাহন ভাঙচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বলে ওসি জানান।
তিনি বলেন, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
—-ইউএনবি

আরও পড়ুন
শেখ হাসিনার ফাঁসির রায় : মিষ্টি বিতরণকে কেন্দ্র করে বাবুগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ নিহত -১,আহত-৮
ভাঙ্গুড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত : চিকিৎসা সহায়তা চাইলেন ভূমিহীন পিতা
ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ‘আমা দাবলাম’ জয় করলেন পাবনার তৌকির