শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো সহিংসতার খবর ছাড়াই জিসিসি-এর ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় ভোট গণনা।
সকাল ১০টার দিকে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন বলেছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে।
তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।
তিনি আরও বলেন, নির্বাচনে আমার জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
এদিকে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও তার মায়ের সঙ্গে একই ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।
নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কাউন্সিলর পদে ২৪৮ জন এবং মহিলা কাউন্সিলর প্রার্থী ৭৯ জন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার হলো-১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন।
এর মধ্যে পুরুষ ভোটার হলো- পাঁচ লাখ ৯২ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার হলো- পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং হিজড়ার সংখ্যা ছিল ১৮ জন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম বুধবার বলেছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যদের ৩০টি টিমের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ২০ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী