অনলাইন ডেস্ক :
গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গে ব্রিন অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বের এই শীর্ষ ধনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।এ নিয়ে একটি টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, সের্গেই এবং আমি বন্ধু। গত রাতে আমরা একসঙ্গে একটি পার্টিতে ছিলাম! আমি নিকোলকে তিন বছরে মাত্র দুইবার দেখেদেছি, যে কয়বার তার সঙ্গে আমার দেখা হয়েছিল ততবারই আমাদের আশপাশে অনেক লোক ছিল। আমাদের মধ্যে রোমান্টিক কিছুই নেই। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ডিসেম্বরে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান ও এলন মাস্ক মিয়ামির আর্ট বেসিল ফেস্টিভ্যালে সম্পর্কে জড়ান। ওই সময়ে শ্যানাহান ও সের্গে ব্রিন আলাদা হলেও একই বাড়িতে থাকছিলেন। একই সময়ে ইলন মাস্ক সঙ্গীতশিল্পী গ্রিমসের সঙ্গে কেবলই সম্পর্ক ভেঙেছিলেন। মাস্ক ও নিকোল শ্যানাহানের সম্পর্ক ছিল সংক্ষিপ্ত সময়ের। কয়েক সপ্তাহ এই সম্পর্কের পর সের্গে ব্রিনের সঙ্গে অসংলগ্ন মতপার্থক্যের কথা উল্লেখ করে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন শ্যানাহান। ইলন মাস্ক ও সের্গে ব্রিনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গভীর। সিলিকন ভ্যালিতে পরিদর্শনের সময় প্রায়ই ব্রিনের বাড়িতে থাকতেন মাস্ক। এ ছাড়া ব্রিন একবার বলেছিলেন, মৃত্যুর পর নিজের সম্পদ দাতব্যে দানের বদলে তিনি বরং তা মাস্ককে দিয়ে যেতে চান।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩