ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের মোরবি জেলায় রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সোমবার এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘রাতে বেশ কিছু মৃতদেহ উদ্ধারের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।এ ঘটনায় আরও ১৮০ জন আহত হয়েছেন। গুরুতর জখম নিয়ে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সেতুটিতে ৫০০ জনেরও বেশি লোক ভিড় করেছিল।
১৪০ বছরের পুরোনো সেতুটি মেরামত করা হয়েছিল এবং ২৬ অক্টোবর জনসাধারণের জন্য আবার খুলে দেয়া হয়েছিল।
কর্মকর্তারা বলেছেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেছেন, সেতুটির সংস্কারের কাজ করা বেসরকারি সংস্থার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
আতঙ্ক নয়, রিভাইরাস দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরির চেষ্টা চলছে
পূর্বাচলে ৬০ কাঠার প্লট : দুদকের মামলায় আসামি হাসিনা ও তার পরিবার