January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 8:46 pm

গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩২) ও একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার(১৮)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই মোটরসাইকেলে ঢাকা থেকে মোরেলগঞ্জের নিজবাড়িতে ফিরছিলেন শ্যালক-দুলাভাই। ঘটনাস্থলে পৌঁছালে ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনায় হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি