January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 22nd, 2022, 7:28 pm

গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বৃহস্পতিবার রাতে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, ১৪ জন শ্রমিক তাদের কর্মস্থল থেকে একটি ভটভটি করে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে ভটভটিটি উপজেলার কাটমদারাস্তোতে রেললাইনের লেভেল ক্রসিং পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত ও পাঁচজন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

—ইউএনবি