December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 10th, 2023, 1:40 pm

গোয়াইনঘাটে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের গোয়াইনঘাটে আগুনে ৫ টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ১১ নং মধ‍্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

এতে লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারিং শপ, রমজানের মোবাইল মেরামতের দোকান, শংকরের সেলুন পুড়ে যায়।

এছাড়া ভিত্রিখেল গ্রামের মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের ঘর, দোকান ও ওয়ার্কশপও আগুনে ক্ষতিগ্রস্থ হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ১২লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।