জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের গোয়াইনঘাটে আগুনে ৫ টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
এতে লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারিং শপ, রমজানের মোবাইল মেরামতের দোকান, শংকরের সেলুন পুড়ে যায়।
এছাড়া ভিত্রিখেল গ্রামের মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের ঘর, দোকান ও ওয়ার্কশপও আগুনে ক্ষতিগ্রস্থ হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ১২লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আগুনের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ
পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক; আগ্নেয়াস্ত্র জব্দ
কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে…সচিব নাসরীন জাহান