February 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 2nd, 2025, 5:05 pm

গ্র্যামিতে বাজিমাত করবেন টেলর সুইফট !

আজ রাতে (বাংলাদেশ সময় আগামীকাল সকাল) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারিনায় বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। বিয়ন্সে, টেলর সুইফট, চার্লি এক্সসিএক্সসহ বড় তারকারা আছেন পুরস্কারের দৌড়ে। এ ছাড়া থাকবে জনপ্রিয় শিল্পীদের পারফরম্যান্স। এবারের গ্র্যামিতে ঝড় তুলবেন কে? এএফপি, ভ্যারাইটি অবলম্বনে জেনে নেওয়া যাক।

সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তাঁর দখলে আগে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিয়েছেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে তাঁর মনোনয়ন সংখ্যা এখন ৯৯, স্বামী জে-জেডের ৮৮ মনোনয়নকেও এবার ছাড়িয়ে গেলেন ৪৩ বছর বয়সী গায়িকা।

গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ মনোনয়ন বাগিয়েছেন বিয়ন্সে, নারী শিল্পী হিসেবে যা এক বছরে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড। মনে করা হচ্ছে, এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পুরস্কার পাবেন বিয়ন্সে।

এবার অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ারসহ গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। তবে নিশ্চিতভাবেই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটার দিকেই তাঁর চোখ থাকবে। কারণ, রেকর্ড ৩২ গ্র্যামি জিতলেও এই পুরস্কার তাঁর অধরাই থেকে গেছে, যা নিয়ে গত গ্র্যামির আসরে ভোটারদের রীতিমতো কটাক্ষ করেছেন বিয়ন্সের স্বামী জে-জেড।

তবে গুরুত্বপূর্ণ পুরস্কারের দৌড়ে ভালোভাবেই আছেন টেলর সুইফট, চার্লি এক্সসিএক্স, সাবরিনা কার্পেন্টাররা। গত বছর রেকর্ড চতুর্থবারের মতো অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পান টেলর সুইফট। ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর জন্য এবারও পেয়েছেন মনোনয়ন।

আরও আছেন গত বছরের আলোচিত দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ানও। ‘শর্ট অ্যান্ড সুইট’ দিয়ে টপচার্ট আর স্পটিফাইতে ঝড় তুলেছিলেন সাবরিনা, মনে করা হচ্ছে গ্র্যামির আসরেও বেশ কয়েকটি পুরস্কার বাগিয়ে নেবে এই অ্যালবাম। এবারের গ্র্যামিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭টি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন।
এ ছাড়া ছয়টি করে পেয়েছেন চ্যাপেল রোন, সাবরিনা কার্পেন্টার ও টেলর সুইফট। সাম্প্রতিক সময়ে কানাডীয় র‍্যাপার ড্রেকের সঙ্গে কাজিয়ায় জড়িয়ে আলোচনায় ছিলেন কেন্ড্রিক লামার।