অনলাইন ডেস্ক :
ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’র অভিনেতা ঘনশ্যাম নায়েক আর নেই। এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর হার মানলেন ‘নাট্টু কাকা’ নামে পরিচিত এই অভিনেতা। ৭৭ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। রোববার বিকেলে টুইটারে অভিনেতা ঘনশ্যামের মৃত্যুর খবরটি প্রকাশ করেন ধারাবাহিকের প্রযোজক। ক্যানসার আক্রান্ত ছিলেন অভিনেতা ঘনশ্যাম নায়েক। মাঝে শরীর বেশি খারাপ হলে শুটিং থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র সাত বছর বয়সে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন ঘনশ্যাম। ১৯৬০ সালে ‘মাসুম’ ছবিতে তাকে দেখা গিয়েছিল শিশুশিল্পীর ভূমিকায়। শতাধিক গুজরাটি ও হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। যার মধ্যে অন্যতম ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘চোরি চোরি’ ইত্যাদি।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত